স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ আগস্ট) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সদর উপজেলা ছাত্রলীগ। পরে প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারন সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, সাধারন সম্পাদক তারিফ ইল ইসলাম পিয়াস, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল সাহা, সাধারন সম্পাদক রানা সরদারসহ নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ৬ খুনি দেশের বাইরে পলাতক রয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের ব্যবস্থা নিতে হবে।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের স্বঘোষিত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে ছাত্রলীগের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
একই দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি দিয়েছে মোল্লাহাট, চিতলমারী, মংলাসহ জেলার সকল উপজেলা ছাত্রলীগ।
এইচ//এসআই/বিআই/০৬ আগস্ট, ২০১৭