স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট জেলা কারাগারে সাইফুল ইসলাম বদির (৩৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানান কারা তত্ত্বাবধায়ক মো. গোলাম দস্তগীর।
সাইফুল ইসলাম বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের রাজপাট গ্রামের আলী আহম্মেদের ছেলে।
জেলা কারাগারে তত্ত্বাবধায়ক গোলাম দস্তগীর বলেন, ফকিরহাট থানায় দায়ের করা একটি মারামারি মামলায় গত ১২ মে থেকে কারাগারে ছিলেন সাইফুল।
‘শনিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে তার বুকে ব্যাথা ওঠে। তখন তাকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।’
রবিবার (৬ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সাইফুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানান।
বাগেরহাটের সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অরুন চন্দ্র মন্ডল বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
এইচ//এসআই/বিআই/০৬ আগস্ট, ২০১৭