স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গণে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা।
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। মেলায় সরকারি-বেসরকারি ১১টি স্টল বিভিন্ন ধরণের গাছ প্রদর্শন ও বিক্রি করছে।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী বাদশা, সামাজিক বন বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের উপ-পরিচালক মো. আফতাব উদ্দিন, প্রফেসর মোজাফ্ফর হোসেন প্রমুখ।
পরে অনুষ্ঠানে অংশ নেওয়া শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ওষধী গাছের চারা বিরতণ করে বন বিভাগ।
মেলা উদ্বোধনের আগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এইচ//এসআই/বিআই/০৩ আগস্ট, ২০১৭