স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রথমবারের মতো বাগেরহাটে পালিত হলো আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস।
দিবসটি উপলক্ষে রোববার (২৩ জুলাই) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে আলোচনা সভার আয়োজন করে বাগেরহাটের জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. সমীর কান্তি পাল প্রমুখ।
মেধাবী তরুণ জনগোষ্ঠীকে পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে বেছে নিতে উৎসাহিত করার উদ্দেশ্যে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর ‘২৩ জুন’ বিশ্বব্যাপী আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়ে আসছে।
এ বছর দিবসের প্রতিপাদ্য ছিলো ‘টেকসই উন্নয়ন-লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’।
এজি//এসআই/বিআই/২৩ জুলাই, ২০১৭