স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের চিতলমারীতে স্কুলশিক্ষার্থী কিশোরীকে অপহরণ চেষ্টা মামলায় এক কলেজছাত্রকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১৯ জুলাই) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিশু আদালতের বিচারক আল মামুন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সৈয়দ ফয়সাল দিপু (২০) চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের সৈয়দ দেলোয়ার হোসেন বাদশার ছেলে। গোপালগঞ্জের একটি কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।
আদালত ১৪ বছরের কারাদণ্ড এবং একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছে বলে জানান বাদী পক্ষের আইনজীবী উৎসব কুমার বৈরাগী।
মামলার বরাত দিয়ে তিনি জানান, অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত দিপু। ২০১৪ সালের ১৪ অক্টোবর সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দিপু মেয়েটিকে জোর করে মোটরসাইকেলে করে তুলে নেওয়ার চেষ্টা করে।
“এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দিপুকে ধরে পুলিশে দেয়।”
ওই দিনই মেয়ের বাবা বাদী হয়ে দিপুকে আসামি করে অপহরণ চেষ্টার মামলা করেন। ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি দিপুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী সলিমুল্লাহ সেলিম।
এইচ//এসআই/বিআই/১৯ জুলাই, ২০১৭