পুলিশ জানায়, মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে উপজেলার কেয়ারের বাজারের কাছে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এ আর খান ডিগ্রি কলেজের দুইজন শিক্ষক গুরুতর আহত হন।
এদের মধ্যে সহকারী অধ্যাপক শংকর আচার্য মজুমদারকে (৫১) ঢাকা নেওয়ার পথে বুধবার (১২ জুলাই) সকালে মাগুরার শ্রীপুর এলাকায় মারা যান। তাঁর বাড়ি উপজেলার ঢুলিগাতী গ্রামে।
মোরেলগঞ্জের এ. আর. খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন নওয়াব বলেন, একই কলেজের প্রভাষক অসীম কুমার মল্লিকের সঙ্গে মোটরসাইকেলে কলেজ শেষে বাড়ি ফিরছিলেন শংকর আচার্য। পথে একটি গরুকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে শংকর আচার্য অচেতন হয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যান।
তাঁকে উদ্ধার করে প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেওয়ার পথে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
এইচ//এসআই/বিআই/১২ জুলাই, ২০১৭