স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
নোংরা পরিবেশে খাবার তৈরি, নিষিদ্ধ পলিথিন মজুদ ও পাটের বস্তা ব্যবহার না করার দায়ে বাগেরহাটের শরণখোলায় তিন দোকানীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ জুলাই) শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, মো. আরিফুজ্জামান এবং মো. আলীমুজ্জামান মিলন।
জেলা প্রশাসন সূত্র জানায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে রায়েন্দা বাজারের সাহা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করে আদালত। একই সময়ে বাজারের দোকানী শহীদুল ইসলামকে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ৮ হাজার এবং আইন অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে মজিবুর রহমান আকনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ন্যায্যমূল্যে কৃষকের কাছে বীজ সরবরাহের লক্ষ্যে উপজেলার বীজ ডিলারদের বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।
এইচ//এসআই/বিআই/০৫ জুলাই, ২০১৭