জামায়াত-শিবির কর্মীদের উপর যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের হামলা ও সংঘর্ষের সংবাদ সংগ্রহকারী দৈনিক আমার দেশ’র মংলা প্রতিনিধি ও পৌর কাউন্সিলর মো: ইউনুস আলীর বিরুদ্ধে কর্তব্য কাজে বাঁধা দান ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতে থানায় একটি মামলা রুজু করেছে।
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, শুক্রবার বিকালে মংলা উপজেলা জামায়াতের একটি সমাবেশ কর্মসূচি শেষে নেতা-কর্মীরা ফেরার পথে সশস্ত্র আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ঘটনা ঘটে সংঘর্ষের। এতে জামায়াত-শিবিরের বেশ ক’জন নেতা-কর্মী আহত হয়। এ সময় পুলিশ জামায়াতের আমীরসহ ১০ জনকে আটক করে নিয়ে যায়। এ ঘটনার সংবাদ সংগ্রহকালীন পুলিশ আমার দেশ প্রতিনিধিকে সহযোগীতা করলেও, রাতে স্থানীয় ক্ষমতাসীন মহলের সরবরাহ করা তালিকা অনুযায়ী রুজু করা মামলায় পুলিশ ওই সাংবাদিক ও পৌর কাউন্সিলর ইউনুস আলী’র নাম অন্তর্ভূক্ত করে এজাহারে।
পুলিশ জানায়, জামায়াত-শিবির কর্মীরা সমাবেশ শেষে দলবদ্ধ হয়ে জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে প্রতিপক্ষ যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এ হাঙ্গামা নিয়ন্ত্রনে পুলিশ তৎপরতা চালালে, জামায়াত-শিবির কর্মীরা পুলিশের কর্তব্য কাজে বাঁধা সৃষ্টি করে।
এ সময় জামাতের উপজেলা আমীর মোকলেছুর রহমান,নায়েবে আমীর সেকেন্দার আলীসহ ১০ জনকে আটক করা হয়। এ অভিযোগে থানার দারোগা হুমায়ুন কবির বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করা হয়। তবে শারিরীক অসুস্থতার কারণে বয়োবৃদ্ধ নায়েবে আমীর কে রাতেই থানা থেকে মুক্তি দেয়া হয়।
জামায়াতের জেলা সেক্রেটারী এ্যাড. আব্দুল ওয়াদুদ এবং দৈনিক আমার দেশ প্রতিনিধি ইউনুস আলীসহ ৫ জনকে পুলিশ খুঁজছে।