স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন; আহত হন আরও চারজন।
মঙ্গলবার (২৭ জুন) বিকেলে মোরেলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন জমাদ্দার (৪০) মোরেলগঞ্জের বিশারীঘাটা গ্রামের ইউসুফ জমাদ্দারের ছেলে।
আহতরা হলেন ঝালকাঠির কাঠালিয়ার দুই সহোদর রাজীব হাওলাদার (২২) ও রুবেল হাওলাদার (৩৫), একই এলাকার ইলিয়াস শেখ (২১) এবং মোরেলগঞ্জের বিশারীঘাটা গ্রামের হুমায়ুন শেখ (২২)।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোট পাঁচজন আরোহী গুরুতর আহত হন।
‘ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন জমাদ্দারের মৃত্যু হয়।’
মোটরসাইকেল দুটি কোথায় যাচ্ছিল তাক্ষণিকবাবে তা জানা যায়নি।
এজি//এসআই/বিআই/২৭ জুন, ২০১৭