স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের রামপালে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন ( র্যাব-৬)।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে রামপাল উপজেলার ফয়লা এলাকায় খুলনা-মংলা মহাসড়কের পাশ থেকে আল-আমিন ইসলাম ওরফে মনির (৩১) নামের ওই যুবককে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আল-আমিন রামপালের গৌরম্ভা এলাকার মোছলেম উদ্দিন শেখের ছেলে।
র্যাব-৬ এর লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ বলেন, ফয়লা এলাকায় কয়েকজন যুবক অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় অস্ত্র ও গুলিসহ আল-আমিনকে আটক করা হয়। তবে সে সময়ে তার সাথে থাকা অপর তিন-চারজন পালিয়ে যায়।
এ ঘটনায় আটক আল-আমিনসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন র্যাব-৬ এর উপসহকারী পরিচালক (ডিএডি) বাদল কুমার রায়।
লে. কমান্ডার জাহিদ বলেন, আটক আল-আমিনের বিরুদ্ধে বাগেরহাটের রামপাল ও নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানায় চুরি-চাঁদাবাজিরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এইচ//এসআই/বিআই/২০ জুন, ২০১৭