স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের রামপালে বালু তোলার গর্তে পড়ে জাকির ঢালীর (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের তেলিখালী গ্রামের একটি মৎস্য ঘের থেকে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।
জাকির ঢালী উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের শেখ আব্দুল আজিজ ঢালীর ছেলে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদুর রহমান সরদার বলেন, তেলিখালী গ্রামের জনৈক লিয়াকত আলীর তার মাছের ঘেরে ড্রেজার বসিয়ে বালু তুলছিলেন। এতে সেখানে ৩০/৩৫ ফুট গভীর গর্ত তৈরি হয়।
‘রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ড্রেজারের পাইপের মুখ পরিষ্কার করতে নামেন জাকির নামের ওই শ্রমিক। পরে তিনি তলিয়ে যান। অন্য শ্রমিকরা তাকে খোঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।’
খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং খুলনার একটি ইউনিট সেখানে গিয়ে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় বালুর নিচে চাপা পড়া জাকিরের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
রামপাল থানার ওসি বেলায়েত হোসেন বলেন, লিয়াকত আলী কয়েকদিন আগে তার মাছের ঘেরে বালু উত্তোলনের ড্রেজার বসান। ওই ড্রেজার দিয়ে বালু তুলে তিনি তার পাশের জমিতে ফেলছিলেন।
‘বালু তোলার কারণে ওইখানে বড় গর্তের সৃষ্টি হয়। গর্তে মধ্যে বালুচাপায় জাকিরের মৃত্যু হয়েছে।’
এইচ//এসআই/বিআই/১৮ জুন, ২০১৭