স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের ফকিরহাটে ২০০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। যাদের মধ্যে ৭ বছরের একটি শিশু রয়েছে।
রোববার (১৮ জুন) দুপুরে ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আটকরা হলেন- বাগেরহাট সদরের দেপাড়া এলাকার আলী আকবার হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (৩০), মংলা উপজেলার মাছমারা এলাকার প্রয়াত রুমি সরদারের স্ত্রী তারা বেগম (৪৭) এবং তার দুই ছেলে আল-আমিল হিরু (২৩) ও মাহাফুজ সরদার (৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সন্ধ্যায় তাদের ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. শরিয়াতউল্লাহ।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নিরঞ্জন কুমার ক্রেতা সেজে ওই এলাকায় ইয়াবা কিনতে যান। দরদাম শেষে ওই চারজন তাদের কাছে থাকা ইয়াবা বের করেন। এসময়ে হাতেনাতে তাদের আটক করা হয়।
আটক শিশুটি ওই চক্রের হোতা তারা বেগমের ছেলে। তারা বেগম এরআগেও একাধিক বার মাদকদ্রব্য নিয়ে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন, বলেন তিনি।
এইচ//এসআই/বিআই/১৮ জুন, ২০১৭