বাগেরহাটে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযানে ৪০ বোতল ফেনসিডিল, ৬ কেজি গাজা উদ্ধার: আটক ১।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাগেরহাট সার্কেল খানজাহান আলী মাজার এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে ৬ টি প্যাকেটে ৬ কেজি গাজা সহ রিপন শেখ (৩৬) নামে এক গাজা ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করেছে।
মাদকদ্রব্যনিয়ন্ত্রন অধিদপ্তর বাগেরহাট সার্কেল এর পরিদর্শক কে এম রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে তারা এ গাজা উদ্যারে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। আটক কৃত গাজা ব্যাবসায়ী রিপন শেখ পিরোজপুর জেলার চালতেখালী গ্রামের মৃত খবির উদ্দিন এর পুত্র বলে জানাযায়।
এদিকে, বাগেরহাটের মোড়েলগঞ্জের সন্ন্যাসী ফাঁড়ি পুলিশ শুক্রবারে আর এক অভিযানে রাত ১২টার দিকে ৪০ বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল আটক করেছে। এ সময় আহত হন অভিযান পরিচালনাকারী এএসআই মোকলেছুর রহমান।
সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির এএসআই মোকলেছুর রহমান জানান, ফেনসিডিলের বড় একটি চালান মোড়েলগঞ্জ থেকে শরণখোলা যাবে- এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালালে চালক মোটরসাইকেল ও ফেনসিডিল রেখে পালিয়ে যান। এ সময় চলন্ত মোটরসাইকেল থামাতে গিয়ে তিনি আহত হন।
মাদক বহনকারী ঐ মোটরসাইকেল চালককে আটকের জন্য অভিযান চলছে বলে তিনি আমাদের জানিয়েছেন।