স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মংলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
শনিবার (২০ মে) সকাল ১০টার দিকে মংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, কবরস্থান রোড এলাকার বাসিন্দা জিল্লুর রহমান ও মিজান তালুকদারের মধ্যে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকালে একজন আমিন নিয়ে জমি মাজের সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়ে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন- মোতালেব হোসেন (৫০), প্রকান হাওলাদার (৩০), আ. রাজ্জাক (৩৫), ফৌজিয়া খানম (৫০), আজগর হোসেন (৩০), রুবেল হোসেন (২০), বেবী বেগম (৪৮), সবুর সরদার (৩২), তন্নি (২০), মিঠু (৩০), মিজান (৩০) ও দুলাল হাওলাদার (৫০)।
মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী বলেন, জমি মাপের সময়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএফ//এসআই/বিআই/২০ মে, ২০১