স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের কচুয়া উপজেলায় এক মৎস্য চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ মে) রাতে কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের পশ্চিম পিপুলজুড়ি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত লিটন হালদার (২৫) পিপুলজুড়ি গ্রামের নারায়ণচন্দ্র হালদারের ছেলে।
শনিবার (২০ মে) সকালে ওই গ্রামের নিজ মালিকানাধীন একটি মাছের ঘের থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের বরাত দিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাবিরুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাত ৯টার দিকে লিটন বাড়ি থেকে বেরিয়ে তার মাছের ঘের দেখতে যান। রাত ১১টার দিকে পাশের এক ঘেরমালিক লিটনের ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে ডাকচিৎকার করেন।
পরে স্থানীয় প্রতিবেশি ও লিটনের বাড়ির লোকজন গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার মাথায় ধারালো অস্ত্রের অন্তত তিনটি কোপের চিহ্ন রয়েছে।
তবে কি কারণে এবং কারা লিটনকে হত্যা করেছে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
ওসি কাবিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে।
এজি//এসআই/বিআই/২০ মে, ২০১৭