প্রচ্ছদ / খবর / অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি গ্রাম থেকে ১৪ ফুট লম্বা এক অজগর উদ্ধার করা করেছে।

শুক্রবার (১৯ মে) সকালে উপজেলার খুড়িয়াখালি গ্রামের ফুলমিয়া হাওলাদার নামে এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে সকালেঅজগরটি উদ্ধার করে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, দুপুরে সুন্দরবনের ধানসাগর স্টেশনের ধাবড়ি এলাকায় অজগরটি অবমুক্ত করা হয়েছে।

ফুলমিয়া হাওলাদার বলেন, ভোরে গোয়াল ঘরে গিয়ে বিশাল আকৃতির অজগরটিকে দেখে প্রথমে প্রতিবেশিদের জানাই। পরে স্থানীয় বনবিভাগ ও ওয়াইল্ড টিমের সদস্যরা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়।

ভিডিও-

অজগরটি লম্বায় প্রায় ১৪ ফুট এবং ওজন ২০ কেজি বলে জানান ডিএফও সাইদুল ইসলাম।

তিনি বলেন, যে এলাকা দিয়ে অজগরটিকে ধরা হয়েছে তা সুন্দরবনের একেবারেই কাছে। রাতের কোন এক সময়ে সুন্দরবন থেকে অজগরটি লোকালয়ে চলে আসে বলে ধারণা করা হচ্ছে।

বাড়ির মালিক বনবিভাগকে জানালে আমাদের বিশেষজ্ঞ দল অজগরটি উদ্ধার করে সুন্দরবনের গহীণে অবমুক্ত করেছে।

এজি//এসআই/বিআই/১৯ মে, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ