স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
পণ্যের নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত দাম রাখার দায়ে বাগেরহাটে দুই দোকানীকে একলাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ মে) বিকালে শহরের প্রধান বাজারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাজিম উদ্দিন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার আব্দুল মজিদের ছেলে আব্দুল সালাম খান (৩৫) এবং কেবি এলাকার মতলেব শেখের ছেলে নিয়ামত হোসেন (৩৮)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
আদালতের বিচারক নাজিম উদ্দিন বলেন, জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিকালে শহরের প্রধান বাজারের দুটি দোকানে পণ্যে অতিরিক্ত মূল্য রাখার প্রমান পাওয়া যায়। এসময় পণ্যের অতিরিক্ত দাম রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের ওই দুই বিক্রেতাকে দণ্ড দেওয়া হয়।
এইচ//এসআই/বিআই/১৪ মে, ২০১৭