স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বাগেরহাটের মোরেলগঞ্জে সরোয়ার শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৬ মে) সকালে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মধ্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সরোয়ার শেখ মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মধ্যপুর গ্রামের আশরাফ আলী শেখের ছেলে।
আহতরা হলেন, নিহতের ভাই আব্দুর রশিদ শেখ (৫০), তার স্ত্রী তাহমিনা বেগম (৪৫), ছেলে তরিকুল ইসলাম (২০), নিহতের আরেক ভাই শেখ আব্দুর রশিদ (৫৫), তার ফুফাতো ভাই মো. মিলন শেখ (৩০)।
আহত তরিকুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, আমার বড় চাচা মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ শেখের সঙ্গে জমি নিয়ে আমাদের পূর্ব বিরোধ ছিলো। আজ সকালে সোহাগ ও আমার বাবার মামাতো ভাইয়েরা মিলে আমাদের বাড়িতে এসে গালাগাল করে। এসময় আমার বাবা ও চাচারা এগিয়ে এলে তারা ধারালো অস্ত্রদিয়ে আমাদের কুপিয়ে আহত করে।
নিহতের ভাতিজি মিমি আক্তার বলেন, শনিবার সকালে আমার সেজ চাচা আব্দুর রশিদ শেখ পাশের মিত্রডাঙ্গা গ্রামের প্রতিপক্ষ মামাতো ভাই জবান খানের কাছে পাওনা টাকা চাইতে যান। পাওনা টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে টাকা না পেয়ে আমার চাচা বাড়িতে ফিরে আসেন।
এরকিছু পরে জবান খানসহ ৮-১০ জন ধারালো অস্ত্র নিয়ে আমাদের বাড়ির সামনে এসে প্রথমে সেজ চাচা রশিদের উপর হামলা শুরু করে। ঠেকাতে গেলে তারা এলোপাথাড়ি কুপিয়ে ৬-৭ জনকে রক্তাক্ত জখম করে চলে যান।
পোলেরহাট পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. আমিনুর ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর আহত সরোয়ার শেখকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বাকিদের সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোশারেফ হোসেন বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে সরোয়ার শেখ মারা যান। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। হাসপাতালে ভর্তি আহত অন্যদের শরীরেও ধারালো অস্ত্রের কোপ হয়েছে।
এইচ//এসআই/বিআই/০৬ মে, ২০১৭