স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের ফকিরহাটে মাদক ব্যবসা ও সেবনের দায়ে দু’জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ এপ্রিল) বিকালে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত ও আট্টাকি এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের প্রয়াত রহিম মল্লিকের ছেলে মোক্তার মল্লিকের (৪০) এবং আট্টাকি গ্রামের প্রয়াত খালেক শেখের ছেলে আজাহার শেখকে (৫০)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজিম উদ্দীন বলেন, অভিযানকালে ফকিরহাটের শ্যামবাগাত এলাকার একটি মুদি দোকান থেকে এক প্যাটেক গাঁজাসহ দোকান মাালিক মোক্তার মল্লিককে আটক করা হয। তিনি গাঁজা সেবী এবং মুদি ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছিলেন। এছাড়া একই উপজেলার আট্টাকি গ্রামের একটি বাড়ি থেকে এক বোতল মদ ও এক পুরিয়া গাঁজাসহ আজাহার শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবন ও বিক্রির দায়ে মোক্তার মল্লিককে ৬ মাস এবং আজাহার শেখকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এইচ//এসআই/বিআই/২৬ এপ্রিল, ২০১৭