স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের রামপাল উপজেলাকে ভিক্ষুকমুক্ত হিসাবে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক এ ঘোষণা দেন।
রামপাল উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে ভিক্ষুকদের কর্মসংস্থান ও পূর্ণবাসনের লক্ষ্যে সহায়তা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে ভিক্ষাবৃত্তি রোধে উপজেলার ১২৮ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য টাকা, সেলাই মেশিন, ভ্যানসহ বিভিন্ন উপকরন দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রামপাল উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ভিক্ষুকরা ভবিষ্যতে ভিক্ষা না করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এসআর//এসআই/বিআই/৬ এপ্রিল, ২০১৭