নিউজ ডেস্ক | বাগেরহাট ইনফো ডটকম
‘এসো আঁকি বাংলাদেশ’ স্নোগানে শুক্রবার বাগেরহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে অংকন উৎসব।
বিকালে শহরের স্বাধীনতা উদ্যানে এ উৎসবের আয়োজন করেছে বাগেরহাট েপ্রথম আলো বন্ধুসভা। এতে অংশ নিচ্ছে শহরের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিশু-কিশোরদের চোখে স্বপ্নের বাংলাদেশ আঁকার প্রত্যয়ে নিয়ে উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবে তাদের ভাবনাগুলো।
উৎসবে তিনটি বিভাগে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ বিভাগে প্রথম ও দ্বিতীয় শ্রেণি, ‘খ’ বিভাগে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি এবং ‘গ’ বিভাগে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা পৃথক বিষয়ে প্রতিযোগীতায় অংশ নেবে।
উৎসব শেষে প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করবে বাগেরহাট বন্ধুসভা।
বিজ্ঞপ্তি//এসআই/বিআই/৬ এপ্রিল, ২০১৭