প্রচ্ছদ / খবর / ট্রলারডুবি: আরও ৭ লাশ উদ্ধার, নিখোঁজ ১০

ট্রলারডুবি: আরও ৭ লাশ উদ্ধার, নিখোঁজ ১০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পানগুছি নদীতে ট্রলার ডুবির তৃতীয় দিনে আরও ৭ জনের লাশ উদ্ধার হয়েছে; এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত পানগুছি নদীর পাঁচটি পৃথকস্থান থেকে লাশগুলো উদ্ধার হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মাসুদুর রহমান সরদার বাগেরহাট ইনফো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে মঙ্গলবারের ওই ট্রলারডুবিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে প্রায় ৮০ যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে যায়। এর পর ওই দিনই মা-মেয়েসহ চার নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও উপজেলা প্রশাসন ১৮ জন নিখোঁজের তালিকা করে।

গতকাল বুধবার (২৯ মার্চ) উদ্ধার হয় আরও এক নারীর লাশ।

ঘটনার পর থেকে পুলিশ, দমকল বাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নদীতীরে ভিড় করছেন নিখোঁজদের স্বজনরা।

 

উদ্ধারকাজের নেতৃত্বে রয়েছেন নৌবাহিনীর কমান্ডার মো. শাহরিয়ার আকন।

তিনি বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সোয়া ৯টার মধ্যে ঘটনাস্থলের দুই কিলোমিটার উত্তরে বদনিভাঙ্গা ও খাউড়িয়াসহ বিভিন্ন জায়গা থেকে এই সাতজনের লাশ উদ্ধার করা হয়।

লাশগুলো মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এইচ/এসআই/বিআই/৩০ মার্চ, ২০১৭
** বাগেরহাটে ট্রলারডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৫
** ট্রলারডুবি: মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু, নিখোঁজ ১৮

About বাগেরহাট ইনফো নিউজ