নিউজ ডেস্ক | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপি চলচ্চিত্র উৎসব।
শনিবার (১৮ মার্চ) সকালে শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসি লাহা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন শিক্ষানুরাগী অধ্যাপক চৌধরী আব্দুল রব।
উৎসব পরিচালক মাসুমা রুনা জানান, তিন দিনের এই উৎসবে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর, তৈকির আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা, গৌতম ঘোষ পরিচালিত শঙ্খচিল, ইরানী চলচিত্র জার্নি, বাংলা চলচিত্র বেলা শেষসহ ৯টি চলচ্চিত্র ও শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য বিভিন্ন এনিমেটেড মুভি প্রদর্শিত হবে।
বাগেরহাট ফিল্ম সোসাইটি আয়োজিত ৯ম এই চলচ্চিত্র উৎসব শেষ হবে আগামী ২০ মার্চ।
বিজ্ঞপ্তি/এইচ/এসআই/বিআই/১৮ মার্চ, ২০১৭