স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
জমি-সংক্রান্ত বিরোধে বাগেরহাটের মোরেলগঞ্জে দেবরের (স্বামীর ছোট ভাই) হাতে ভাবী নিহত হয়েছেন।
বুধবার (৮ মার্চ) বেলা বারোটার দিকে মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের শনিরজোড় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কমলা ওরফে কুশি বেগম (৪২) ওই গ্রামের খলিল তালুকদারের স্ত্রী। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে ঘটনার পর নিহতের দেবর অভিযুক্ত তালুকদার রফিকুল ইসলাম মন্টুকে আটক করেছে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ওসি তদন্ত তারক বিশ্বাস বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, সকালে খলিল তালুকদার বাড়ির পাশের একটি জমিতে করা মাছের ঘেরে মাটিকে কাটতে যান। এসময় খলিলের ছোট ভাই রফিকুল ইসলাম মন্টু সেখানে গিয়ে ওই ঘেরে তার জমি রয়েছে দাবি করে মাটি কাটতে বাধা দেন। এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুনে খলিলের স্ত্রী কমলা বেগম সেখানে যায়।
‘এক পর্যায়ে রফিকুল ইসলাম মন্টু ক্ষুব্দ হয়ে মাটি কাটার খোন্তা দিয়ে তাঁর ভাই ও ভাবীকে আঘাত করে পালিয়ে যান। পরে রক্তাক্ত জখম অবস্থায় তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা কমলা বেগমকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
রফিকুল ইসলাম মন্টুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তারক বিশ্বাস।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, ঘটনার পর পালিয়ে যাবার সময় পার্শবর্তি রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকা থেকে ঘাতক রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।
এইচ/এসআই/বিআই/০৮ মার্চ, ২০১৭