স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ফাহিমা খানম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৮ হাজার ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. বদিউজ্জামান খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৭শ’ ৩৪ ভোট।
সোমবার (৬ মার্চ) রাত সোয়া ৯টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির এই ফলাফল ঘোষণা করেন।
ভাইস চেয়ারম্যান ছাবুল আখতারের মৃত্যুতে ১৩ মাস আগে পদটি শূন্য হয়। নির্বাচিত প্রার্থী ফাহিমা খানম ছাবুল আখতারের স্ত্রী।
রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির জানান, নির্বাচনে মোট ভোটার ছিলো ২ লাখ ৮ হাজার ৫৬৫ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১০৯টি কেন্দ্রে ভোট দিয়েছেন ৩৪.৬৯ ভাগ ভোটার।
এইচ/এসআই/বিআই/০৬ মার্চ, ২০১৭
** শান্ত নির্বাচন, বড় অভিযোগ
** জাল ভোট দিয়ে কারাগারে, জাপা’র ভোট বর্জন
** উপনির্বাচন: শান্ত পরিবেশ, ভোটার উপস্থিতি কম
** ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচন সোমবার