বাগেরহাটে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে হরতাল বিএনপি-জামায়াত সহ ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন।
এদিন ঢিলেঢালা পরিবেশে কোন প্রকার সংঘাত-সংঘর্ষের ঘটনা ছাড়াই হরতাল পালিত হয়েছে খুলনা-মোংলা-বাগেরহাট ও মোল্লারহাট জাতীয় মহা-সড়কে। সেই সাথে মহা-সড়কের কোথাও দেখা যায় নি বড় ধরনের পিকেটিং।
সকালে খুলনা-মোংলা সড়কের ফকিরহাটের শ্যামবাগাত, বাগেরহাট সদরের চুলকাঠি এবং রামপালের ভট্রেব্রীজ এলাকায় কিছু সংখ্যাক ক্ষুদে পিকেটার রাস্তায় কাঠ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করে কিন্তু পুলিশ প্রশাসন সহ আইন শৃংখলা বাহিনীর বাধার কারনে তা করতে পারে নি তারা।
দুর পাল্লার কোন বাস বা অন্যান্য যাত্রী পরিবহন চলাচল করেনি সড়কে। এদিকে দুপুরের পর হতে সড়কে কিছু সংখ্যক টেম্ফু, নছিমুন-করিমুন চলাচল করতে দেথা যায়।
মহা-সড়কের কাটাখালী, চুলকাঠি,সিএন্ডবি বাজার, শ্রীঘাট, ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় হরতালের পক্ষে বা বিপক্ষে কোন মিছিল মিটিং সভা সমাবেশ করতে দেখা যায় নি এদিন।