স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে জাটকা ইলিশ শিকারের দায়ে তিনটি ট্রলারসহ ২৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ‘মাঝের চর’ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেদের বাড়ি পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।
আটক জেলেরা বন বিভাগের পাশ-পারমিট ছাড়া সুন্দরবনে প্রবেশ করা জাটকা ইলিশ শিকার করছিলো। কোস্টগার্ড তাদের আটকের পর তিনটি ট্রলার থেকে ১০ মন জাটকা ইলিশ জব্দ করে।
আটক জেলে এবং জব্দকৃত জাটকা ইলিশ ও তিনটি ট্রলারকে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, পাস-পারমিট ছাড়া অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ এবং জাটকা শিকার করায় ২৮ জেলেকে আটক করে কোস্টগার্ড।
জব্দকৃত জাটকাসহ ট্রলার ও জেলেদের শরণখোলা আনা হচ্ছে। আটক জেলেদের বিকালে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এইচ/এসআই/বিআই/০৭ ফেব্রুয়ারি, ২০১৭