স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের ফকিরহাটে ট্রাক চাপায় স্থানীয় এক যুবলীগ নেতাসহ দুই জন নিহত এবং একজন আহত হয়েছেন। হতাহতরা সবাই মোটরসাইকেল আরোহী।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা-মংলা মহাসড়কে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- বাগেরহাটের মংলা উপজেলার বিদ্যারবাহন গ্রামের আলী আশ্রাবের ছেলে মো. ওসমান আলী (৫৪) এবং শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের কাশেম তালুকদারের ছেলে সোহাগ তালুকদার (৩২)।
নিহত ওসমান মংলা পৌর যুবলীগের সদস্য এবং সোহাগ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। আহত অপর মোটরসাইকেল আরোহীর নাম মো. হায়দার আলী (৩৫)।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুপুরেই হায়দারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
বাগেরহাটের কাটাখালি হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, দুপুরে মংলাগামী বালুবোঝাই একটি ট্রাক মহাসড়কের শ্যামবাগাত এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি আরোহীসহ মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।
‘এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দু্ই আরোহী নিহত এবং অপর একজন গুরুতর আহত হন।’
দুর্ঘটনার পর পুলিশ ধাওয়া করে জেলার রামপাল উপজেলার ভরসাপুর এলাকা থেকে ট্রাকসহ চালককে আটক করেছে বলে জানান এসআই জামাল।
আটক ট্রাক চালক নয়নের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নওয়াপাড়া গ্রামে।
এইচ/এসআই/বিআই/০৭ ফেব্রুয়ারি, ২০১৭