স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাগেরহাট প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধন থেকে সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
এসময় সাংবাদিক শিমুলের পরিবারকে পুনর্বাসন, সাংবাদিকদের নিরাপত্তা ও নতুন করে কোনো সাংবাদিক যেন নির্যাতনের শিকার না হন সেদিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি এবিএম মোশারেফ হোসাইন, মোজাফ্ফর হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করার অভিযোগে আওয়ামী লীগের একটি পক্ষ মেয়র মিরুর বাড়ি ঘেরাও করলে। এতে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।