প্রচ্ছদ / খবর / রাষ্ট্রপতি যাকে নিয়োগ দিবেন মেনে নেবে আ’লীগ

রাষ্ট্রপতি যাকে নিয়োগ দিবেন মেনে নেবে আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

নির্বাচন কমিশনার হিসেবে রাষ্ট্রপতি যাদের নিয়োগ দেবেন আওয়ামী লীগ তাদেরই মেনে নেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে বাগেরহাটে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি বলেন, শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে আওয়ামী লীগ সার্চ কমিটির কাছে পাঁচ জনের নাম পাঠিয়েছে।

“ওই নাম থেকে কাউকে নির্বাচন কমিশনার নিয়োগ না করা হলেও আমরা এর প্রতিবাদ করব না। রাষ্ট্রপতি যাকে উপযুক্ত মনে করে নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন, আওয়ামী লীগ তাকেই সাদরে গ্রহণ করবে।”

 

প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের পাঁচ সদস্যের নিয়োগে গঠিত সার্চ কমিটি ৩১টি দলের কাছে পাঁচটি কারে নামে তালিকা চেয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার মধ‌্যে মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা জমা দিতে বলা হয়েছিল তাদের।

ইতিমধ্যে ২৭টি দলের পক্ষ থেকে মুখবন্ধ খাম পাওয়ার কথা মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে।

দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সংরক্ষিত মহিলা এমপি হেপী বড়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, যুবলীগ নেত্রী শারমিন সুলতানা লিলি প্রমুখ।

এইচ/এসআই/বিআই/৩১ জানুয়ারি, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ