স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারে করে এলপিজি বাজারজাত করার দায়ে যমুনা এলপি গ্যাসকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের মংলা বন্দর শিল্প এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এ দন্ড দেন।
নাজিম উদ্দিন বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, মংলা বন্দর শিল্প এলাকার যমুনা এলপি গ্যাস ফ্যাক্টরিতে অভিযান কালে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারে এলপিজি রিফিল করে বাজারজাত করার প্রমান পাওয়া যায়। প্রতিষ্ঠানটির অসাবধানতা ও অসতর্কতার কারনে এসব সিলিন্ডার ব্যবহারে মারাত্মাক দূর্ঘটনা ঝুঁকিতে পড়ছিল ভোক্তারা।
এসব অব্যবস্থাপনার কারনে ভোক্তা অধিকার আইনের ৫১ ও ৫৩ ধারায় যমুনা এলপিজি গ্যাসকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় নমুনা হিসাবে মেয়াদ উত্তীর্ণ ৩টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। তবে যমুনার প্লান্টে আরও প্রচুর পরিমানের মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার থাকার কথা জনিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এদিকে একই আদালত এর আগে মংলা শহরের ‘আল হেলাল ফার্মেসী’তে অভিযান চালিয়ে বিপুল পরিমানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করে। পরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত আল হেলাল ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা করে।
এইচ/এসআই/বিআই/৩১ জানুয়ারি, ২০১৭