স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ঢাকায় হরতালের দিনে বাগেরহাটে স্থানীয় সাংসদের উপস্থিতিতে ওই প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় খুলনা-মংলা মহাসড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়।
দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে ঘন্টা ব্যাপী পালিত এই মানববন্ধনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধন থেকে দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে এ বিদ্যুৎ কেন্দ্রের কোনো বিকল্প নেই মন্তব্য করে দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।
বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য তাদুলকদার আবদুল খালেক, রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক শেখ আবু সাইদ, মংলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহেরসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপাল উপজেলায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে।
পরিবেশবাদীদের একটি অংশ বলে আসছে, এই বিদ্যুৎকেন্দ্র হলে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পরিবেশ-প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। এ কারণে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রামপালের বিরোধিতা করে আসছে।
ওই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ঢাকায় বৃহস্পতিবার আধাবেলা হরতালও পালন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
তবে সরকার বলে আসছে, এই বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।
এজি/এসআই/বিআই/২৬ জানুয়ারি, ২০১৭