স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট মাছ বাজারে বিক্রির জন্য তোলা একটি বোয়াল মাছের গায়ে আরবি অক্ষরে ‘আল্লাহ’ সাদৃশ্য লেখা দেখা যাওয়ার খবরে শত শত উৎসুক মানুষ ভিড় করছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে বাগেরহাট মাছ বাজারে মাছটি তোলা হয় বলে জানান বিক্রেতা ইউনুস সরদার।
তিনি জানান, বাগেরহাটের বারাকপুর পাইকারি মাছ বাজার থেকে সকালে ৯টি বোয়াল মাছ কিনে আনেন তিনি। দুপুর পর মাছগুলো বিক্রির জন্য বাজারে তোলোলা হয়।
‘কয়েকটি মাছ বিক্রি হয়ে যাওয়ার পর একটি মাছের গায়ে আরবী হরফ (অক্ষর) লেখা দেখতে পান বিক্রেতা ইউনুস। এর পর তিনি মাছটিকে আলাদা করে রাখেন।
ইউনুস সরদার বলেন, ‘রাতে এশার নামাজের পর পাশবর্তি ফলপট্টি জামে মজিদের ইমাম শেখ মো. শাহজাহানের কাজে মাছটি নিয়ে যান তিনি। ইমাম সাহেব মাছটি দেখে বলেন, আল্লাহ লেখা রয়েছে।’মাছটি বিক্রি করবেন না। সংরক্ষণ করা হবে যোগ করেন তিনি।
ফলপট্টি জামে মজিদের ইমাম শেখ মো. শাহজাহান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, আমি মাছটি দেখেছি। মাছের মাথার দিকের অংশে আরবী হরফে আল্লাহ লেখা রয়েছে। এর পরে আরও কিছু আরবী হরফ লেখা রয়েছে। তবে লেখাগুলো অস্পষ্ট।
এদিকে এই খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ বাজারে মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায়। অস্পষ্ট অক্ষরগুলোতে ‘লা ইলাহ ইল্লালাহু লেখা’ বলে মন্তব্য করেন উৎসুক অনেকে।
এইচ/এসআই/বিআই/০৩ জানুয়ারি, ২০১৭