স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের রামপালে নাশকতা ও বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর) ভোরে রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ মো. আসাদুজ্জামানকে (৪৫) গ্রেপ্তার করে।
রামপাল উপজেলা জামায়াতের সদস্য ও শ্রমিক ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান এরআগে ছাত্র শিবিরের উপজেলার সভাপতি ছিলেন।
গ্রেপ্তার জামায়াত নেতা আসাদুজ্জামান রামপাল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার অন্যতম এজাহারনামীয় আসামী বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন।
ওসি বলেন, গত ১৪ অক্টোবর রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামে জামায়াত নেতা মো. আসাদুজ্জামানের নের্তৃত্বে ১৫/২০ জন নেতাকর্মী এলাকায় নাশকতার পরিকল্পনায় বৈঠক করছিল। গোপণ সংবাদের ভিত্তিতে ওই সময়ে পুলিশ সেখানে অভিযানে গেলে তারা পালানোর চেষ্টা করে। সে সময় ধাওয়া দিয়ে বিষ্ফারকদ্রব্যসহ হাতে নাতে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঐ ঘটনায় পুলিশ বাদী হয়ে রামপাল থানায় মো. আসাদুজ্জামানসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামার আরও কয়েক জনের বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। এরপর মো. আসাদুজ্জামান এলাকা ছেড়ে আত্মগোপণে ছিলেন।
ভোরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে বলে জানান তিনি।
এইচ/এসআই/বিআই/২৬ নভেম্বর, ২০১৬