প্রচ্ছদ / খবর / মোল্লাহাটের মধুমতি নদীতে নৌকাবাইচ

মোল্লাহাটের মধুমতি নদীতে নৌকাবাইচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

bagerhat-mollarhat-bot-race-pic-122-11-2016বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মধুমতি নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে প্রতিযোগিতার উদ্বোধন করে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

প্রতিযোগিতায় মোট ১২টি বাইচ নৌকা অংশ নেয়। নৌকাবাইচ দেখতে এ দিন সকাল থেকেই মধুমতি নদীর দু’তীরে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাব-৬ এর অধিনায়ক (সিও) খোন্দকার রফিকুল ইসলাম, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ।

বাগেরহাটের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শবর্তী গোপালগঞ্জ, নড়াইলসহ বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য মানুষ ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ উপভোগ করেন।

ভিডিও- 

মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

এইচ/এসআই/বিআই/২২ নভেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ