স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কবির মাঝি (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
রোববার (৯ আক্টোবর) রাতে সদর উপজেলার সিএন্ডবি বাজারের কাছে খুলনা-বাগেরহাট মহাসড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির মাঝি পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের গফ্ফার মাঝির ছেলে।
দুর্ঘটনায় আহত আসলাম ও নজরুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি শরণখোলা উপজেলায়।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, বাগেরহাট থেকে কাটাখালীগামী একটি গাছ বোঝাই নছিমন ঘটনাস্থলে পৌঁছালে বিররীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইলে আরোহী কবির মাঝি মারা যান।
এসময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত মোটরসাইকেলে অপর দুই আরোহীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মোটরসাইকেলের তিন আরোহী গোপালগঞ্জ কাজ শেষে শরণখোলায় ফিরছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে নছিমনটিকে উদ্ধার করলেও চালক পালিয়ে গেছে।
এইচ/এসআই/বিআই/০৯ অক্টোবর, ২০১৬