স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট শহরের দশানী এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে তিন দোকানীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও মোহাম্মদ আলী সিদ্দিকী এ দন্ড দেন।
ইরফান উদ্দিন আহমেদ বলেন, দুপুরে শহরের দশানী ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে ছাবেরা খানম, রেজাউল কবির ও মো. তারিক এর মালিকাধীন তিনটি ওষুধের দোকান থেকে বিপুল পরিমানের ফিজিশিয়ান্স স্যাম্পল ও ময়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদলত বসিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে মো. তারিককে (জমজম ফার্মেসি) ১০ হাজার টাকা এবং ছাবেরা খানম ও রেজাউল কবিরকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
এইচ/এসআই/বিআই/০৮ অক্টোবর, ২০১৬