স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে পড়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত কার্গোর এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ তাহের মোল্লা (৫২) বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামের প্রয়াত নূর মোল্লার ছেলে।
তিনি বালু উত্তোলনের কাজে নিয়োজিত এমভি রাহাত তামিম কার্গোর শ্রমিক। যাত্রীবাহী একটি বড় নৌযানের ঢেউয়ের ধাক্কায় দুপুর আড়াইটার দিকে তাহের বালু তোলা কার্গো থেকে পানগুছি নদীতে পড়ে যান।
সন্ধ্যা পর্যন্ত ওই শ্রমিকের সন্ধান মেলেনি।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা (এসও) কালাম মোড়ল বলেন, বিকেলে ঢাকা থেকে আসা এমভি বাঙালি নামে একটি রকেট যাত্রী নিয়ে মোরেলগঞ্জের পানগুছি নদী দিয়ে যাচ্ছিল। এসময় রকেটের ঢেউয়ের তোড়ে কার্গোর পাশে বসে থাকা তাহের মোল্লা পানিতে পড়ে যান।
কার্গোর অন্য শ্রমিকেরা তাৎক্ষণিক পানিতে নেমে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে দমকল বিভাগকে খবর দেয়।
চার সদস্যের একটি ডুবুরি দল সেখানে গিয়ে নিখোঁজ তাহের মোল্লার সন্ধানে তল্লাশি চালাচ্ছে। তবে এখনও তার সন্ধান মেলেনি।
এজি/এসআই/বিআই/০৪ অক্টোবর, ২০১৬