স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন।
কর্মশালায় জেলার নয়টি উপজেলার ৭৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তারা অংশ নেন।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ড. মোজাম্মেল হোসেন।
বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাধ্যে বক্তব্য দেন- বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রশীদ, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাস, যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু প্রমুখ।
কর্মশালায় ডিজিটাল বাংলাদেশ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও ইউডিসির উদ্যোক্তাদের করণীয়, ডিজিটাল সেন্টার পরিচালনার সুবিধা-অসুবিধা এবং নতুন নতুন কৌশল প্রদানের মাধ্যমে জনগনের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এইচ/এসআই/বিআই/২৮ সেপ্টেম্বর, ২০১৬