স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বর্ণাঢ্য আয়োজনে বাগেরহাটে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০১৬।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি রোড-শো বের হয়।
বর্ণিল পোশাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারি-বেসরকারি সংগঠনের অংশ গ্রহণে রোড-শো বাগেরহাট শহর ঘুরে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
সেখানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বাগেরহাটে দিনব্যাপী পর্যটন দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন- বাগেরহাট-৪ আসনের সাংসদ ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী বাদশা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নমিতা হালদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে ঘোড়া দিঘিতে ঐতিহ্যবাহী ডিঙি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এছাড়া সাংস্কৃতি অনুষ্ঠানসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচিতে দিবসটি পালন করেছে।
এজি/এসআই/বিআই/২৭ সেপ্টেম্বর, ২০১৬