স্পেশাল করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
দীর্ঘ ১৩ বছর পর বাগেরহাটের মাঠে গড়ালো প্রথম বিভাগ ফুটবল লিগ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাট জেলা স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস বা মাদকাসক্তি; মানুষের মন-মানসিকতা ও স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে, সমাজকে কলুষিত করছে। এখান থেকে আমাদের যুবসমাজকে ফিরিয়ে আনতে হবে।
‘যুব সমাজ খেলাধুলায় মগ্ন থাকলে সমাজ থেকে মাদকসহ নানা ধরনের অপরাধ দূর করা সম্ভব হবে।’
তাছাড়া খেলাধুলার মাধ্যমে দেশের ভাবমুর্তি উজ্জল করা সম্ভব। বিশ্বের দরবারে দেশকে গৌরবের সঙ্গে তুলোধরা সম্ভব।
বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগ-২০১৬ এ দুটি বিভাগে মোট ১০টি ক্লাব অংশ নিচ্ছে।
ক্লাবগুলো হল—
‘ক’ বিভাগ | ‘খ’ বিভাগ |
১. উন্মোচন ক্লাব, বাগেরহাট | ১. টাউন ক্লাব, বাগেরহাট |
২. সতীর্থ ক্লাব, বাগেরহাট | ২. ইয়ং উন্মোচন ক্লাব, বাগেরহাট |
৩. রাংদিয়া বয়েজ ক্লাব, বাগেরহাট | ৩. আবাহনী ক্রীড়া চক্র, বাগেরহাট |
৪. মুসলিম স্পোটিং ক্লাব, ভদ্রপাড়া | ৪. আট্টাকা স্পোটিং ক্লাব, ফকিরহাট |
৫. মোহামেডান স্পোটিং ক্লাব, বাগেরহাট | ৫. ইউনিয়ন স্পোটিং ক্লাব, বাগেরহাট |
অংশগ্রহণকারী প্রতিটি ফুটবল দলকে উদ্ধোধনী অনুষ্ঠানে অনুদান হিসাবে ২৫ হাজার টাকা করে প্রদান করেছে ডিএফএ।
বাগেরহাট ডিএফএ সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা চৌধুরী জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে উদ্বোধনী খেলায় উন্মোচন ক্লাব ২-০ গোলে সতীর্থ ক্লাবকে পরাজিত করে। বিজয়ী উন্মোচন ক্লাব, বাগেরহাট দলের খেলোয়াড় সালাউদ্দিন ও আবুল হাসনাত সজিব গোল দুটি করেন।
সর্বশেষ ২০০৩ সালে বাগেরহাটে ১ম বিভাগ ফুটবল লীগ অনুষ্ঠিত হয়েছিল। এরপর জেলার বিভিন্ন টুর্ণামেন্ট হলেও নানা সমস্যা আর জটিলতার কারনে দীর্ঘ দিন ধরে কোন ফুটবল লিগ হয়নি বাগেরহাটে।
দ্বিতীয় দিন শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বাগেরহাট স্টেডিয়ামে টাউন ক্লাবের বিপক্ষে লড়বে আট্টাকা ক্লাব।
এইচ/এসআই/বিআই/২২ সেপ্টেম্বর, ২০১৬