স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারে অভিযান চালিয়ে ২১ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন।
এসময় পলিথিন মজুদের অপরাধে বাজারের চারটি প্রতিষ্ঠান মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, বাধাল বাজারের বিভিন্ন দোকানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন মজুদ আছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালানো হয়।
এসময় বাজারের ইত্যাদি স্টোরসহ চারটি দোকান থেকে মোট ২১ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পলিথিন মজুদ রাখার দায়ে চারটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাজারের বাকী ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও মৌখিকভাবে সতর্ক করে এ বিষয়ে বাজার পরিচালনা কমিটির সভাপতিকে মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে বাগেরহাটের জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এইচ/এসআই/বিআই/২২ সেপ্টেম্বর, ২০১৬