স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাগেরহাট সদর ও মংলা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সদর ও মংলা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসন এই সংবর্ধনার আয়োজন করে।
সকালে মংলা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. জাহাংগীর আলম বলেন, আগামীতে মংলা হবে বাংলার সিঙ্গাপুর।
মংলা সমুদ্র বন্দরে প্রায় ৪শ’ কোটি টাকা ব্যয়ে নতুন জেটি নির্মাণ হচ্ছে, মংলা নদীর উপর হচ্ছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ ঝুলন্ত সেতু, খুলনা-মংলা মহাসড়কের পাশে জেলার ফয়লায় হযরত খান জাহান (রহ.) বিমান বন্দর ও রেল লাইন নির্মাণ কাজ শেষের পাশাপাশি পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে বদলে যাবে মংলা।
চলতি মাসের মধ্যে মংলার জয়মনির ঘোলে উদ্বোধন হচ্ছে নির্মিত খাদ্য গুদাম। এছাড়া ২৩টি খাল পুনঃখননের জন্য অর্থের অনুমোদন দিয়েছে সরকার। এ কারণে দক্ষিণাঞ্চলের উন্নয়নে গতি এসেছে।
মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আবুল কালাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, প্রভাষক মাহবুবুর রহমান প্রমুখ।
এদিকে বিকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা দীলিপ কুমার হাওলাদার, সদর উপজেলা চেয়ারম্যান
ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়াম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারি ও জনপ্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমকে কুমিল্লায় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-সচিব তপন কুমার বিশ্বাসকে বাগেরহাটের ডিসি হিসেবে বদলি করেছে সরকার।
এএইচএস/এসআই/বিআই/০৬ সেপ্টেম্বর, ২০১৬