স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
সুন্দরবনের কথিত দস্যু দল জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শনিবার (২০ আগস্ট) দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়ার বাইনতলা খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কোস্টগার্ডের দাবি, ঘটনাস্থলে তল্লাশি করে দস্যুদের ফেলে যাওয়া ১০টি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র, একটি মোবাইল ফোনসেট ও নৌকা উদ্ধার করা হয়েছে।
মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. ফরিদুজ্জামান খান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা হারবাড়িয়ার বাইনতলা খাল এলাকায় অবস্থান করছে, এমন সংবাদে কোস্টগার্ড সেখানে অভিযান চালায়। এ সময় দস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করলে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়।
‘উভয়পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা গোলাগুলির একপর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সেখানে তল্লাশি করে ১০টি আগ্নেয়াস্ত্র, একটি মোবাইল ফোনসেট ও নৌকা উদ্ধার করে।’
তবে এসময় কাউকে আটক করা যায়নি। ওই এলাকায় কোস্টগার্ড অভিযান চালাচ্ছে।
এইচ/এসআই/বিআই/২০ আগস্ট, ২০১৬