স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের রামপালে এক কলেজ অধ্যক্ষের ওপর হামলা ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে আহত আবুল কালাম ডিগ্রী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মো. সাদেক হোসেন বাদী হয়ে রামপাল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাইদসহ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬-৭ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কলেজে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে তাবারক (খাবার) বিতরনের সময় উপজেলা চেয়ারম্যান আবু সাইদসহ কয়েকজন বহিরাগত হলরুমে ঢুকে শোক দিবসে দাওয়াত না দেয়ায় অজুহাতে হামলা চালায়। এসময় তারা অশ্লীল ভাষায় গালাগালি এবং মারপিট করে।
হামলাকারীরা এসময় অধ্যক্ষ মো. সাদেকের পকেটে থাকা ১৭ হাজার ২ শত টাকা ও সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, রামপাল আবুল কালাম ডিগ্রী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মো. সাদেক হোসেনের ওপর হামলার ঘটনায় তিনি বাদী হয়ে বুধবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের আটকের চেষ্টা করছে।
এদিকে, কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীরা নিন্দা জানিয়ে অবিলম্বে আসামীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আহত অধ্যক্ষ মো. সাদেক হোসেন বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এইচ/এসআই/বিআই/১৭ আগস্ট, ২০১৬