স্পেশাল করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
মংলা বন্দরের হিরণপয়েন্টের অদূরে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভারতীয় ট্রলার থেকে আরও অন্তত তিন জেলের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ডুবে যাওয়া ট্রলারটির ইঞ্জিন রুম থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. এম ফরিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া ট্রলার ও ভারতীয় তিন জেলের লাশ খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হবে। এ নিয়ে এখন পর্যন্ত ৮ ভারতীয় জেলের লাশ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৩ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৬ জেলে।
রোববার (১৪ আগস্ট) সকালে ট্রলারটি উদ্ধার করে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। পরে ট্রলারটি বঙ্গোপসাগরের বঙ্গবন্ধু চরের কাছে নিয়ে আসা হয়।
উদ্ধার হওয়া ‘এফবি মহা গৌরী’ ট্রলারের ইঞ্জিন রুম থেকে অন্তত তিনটি লাশ উদ্ধার করা হয়।ট্রলারটি মংলায় আনা হচ্ছে বলে জানিয়েছেন লে. এম ফরিদুজ্জামান। তবে, লাশের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার বিকেলে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চর এলাকা ১৭ জেলেসহ ডুবে যায় ট্রলারটি।
এইচ/এসআই/বিআই/১৬ আগস্ট, ২০১৬
** বঙ্গোপসাগরে ভারতীয় ফিশিং ট্রলার ডুবে নিখোঁজ ১৭