স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোরেলগঞ্জে পেশায় মাছ ব্যবসায়ী এক যুবকের গলা ও হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খলিফা বাড়ির সামনে দরগার খাল থেকে পুলিশ ভাসমান লাশ উদ্ধার করে।
নিহত শেখ রিয়াদ হোসেন (৩০) পঞ্চকরণ ইউনিয়নের খারইখালি গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে।
রিয়াদের স্ত্রী মাসুমা বেগম বলেন, গত বুধবার সকালে রিয়াদ পেশাগত কাজে বাড়ি থেকে বের হন। এরপর তিনি নিখোঁজ ছিলেন। আমরা তার ফোনও বন্ধ পাচ্ছিলাম।
“রিয়াদ মাছ কেনাবেচা করতেন। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল কিনা তা আমার জানা নেই।”
মোরেলগঞ্জের পাঁচগাঁও পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, স্থানীয় লোকজন খলিফা বাড়ির সামনে দরগার খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করলে নিহতের পরিবার রিয়াদকে শনাক্ত করে।
‘তার গলা, দুই হাত ও বাঁ পায়ের রগ কাটা রয়েছে। বুধবারই তাকে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ নদীতে ভাসিয়ে দিয়ে থাকতে পারে।’
প্রাথমিকভাবে পুলিশ এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বললেও কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত ছাড়া কিছু বলতে চাইছে না।
এসআই মনোয়ার বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি তদন্তের মাধ্যমে খুনিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এজি/এসআই/বিআই/০৫ আগস্ট, ২০১৬