স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট শহরের একটি বাড়ি থেকে ১৯৫ পিস ইয়াবাসহ ৫ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহষ্পতিবার (৪ আগস্ট) রাতে শহরের সড়ক ও জনপদ অফিস সংলগ্ন শরীফ ম্যানশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শুক্রবার (৫ আগস্ট) দুপুরে বাগেরহাট মডেল থানায় ওই ৫ যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রুবেল ফকির (২৮), পূর্ব বাসাবাটি এলাকার এস এম তানভির ফয়সাল শোভন (২৫), রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামের শামীম হাসান পলক (২৭), মোরেলগঞ্জ উপজেলার জোকা গ্রামের শেখ শুকুর (৩৮) ও একই উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের আল আমিন মোল্লা (২৭)।
তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ দেবনাথ দুপুরে বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, শহরের সড়ক ও জনপদ অফিসের পাশে শরীফ ম্যানসনের চারতলায় মাদক কেনাবেচা হচ্ছে, এমন গোপণ সংবাদ পেয়ে বৃহষ্পতিবার রাতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় তারা ১৯৫ পিস ইয়াবাসহ পাঁচ যুবককে হাতে নাতে গ্রেপ্তার ফেলে।
তারা পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা।
গ্রেপ্তারকৃতরা প্রায় ৬ মাস আগে শরীফ ম্যানশনের চারতলার একটি ফ্লাট ভাড়া নেয়। এখান থেকেই তারা জেলার বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা করছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে দাবি পুলিশ সুপারের।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাতাবুর রহমান বাদী হয়ে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এজি/এসআই/বিআই/০৫ আগস্ট, ২০১৬