প্রচ্ছদ / খবর / ৩য় বাগেরহাট জেলা রোভার মুট ও জাতীয় বিদ্যুৎ ক্যাম্প ২০১২

৩য় বাগেরহাট জেলা রোভার মুট ও জাতীয় বিদ্যুৎ ক্যাম্প ২০১২

DSC_0821

“বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন-অন্যকে ব্যাবহারের সুযোগ দিন” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায়ে ১৮ ডিসেম্বর থেকে বাগেরহাটেও শুরু হয়ে জাতীয় বিদ্যুৎ ক্যাম্প ২০১২। সারা দেশে বিদ্যুৎ এর ব্যপক চাহিদ মোকাবেলা করতে গিয়ে বিদ্যুৎ বিভাগ রীতি মত দূরভগে গত কয়েক বছর ধরে। ক্রম-বর্ধমান চাহিদার বিপরীতে সেই হারে উৎপাদন করতে না পারায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ি হয়ে সকলকে ব্যবহারের সুযোগ দিতে গত বছর থেকে নানা কার্যক্রম হাতে নেয় বিদ্যুৎ বিভাগ। বিগত বছর ১৮-২১ ডিসেম্বর বাংলাদেশ স্কাউটস ও বিদ্যুৎ বিভাগের যৌথ ব্যবস্থাপনায় সারাদেশের সকল জেলা ও উপজেলা পযার্য়ে আয়োজন করা হয় জাতীয় বিদ্যুৎ ক্যাম্পের। প্রথম জাতীয় বিদ্যুৎ ক্যাম্পে ধারাবাহিকতায় এবার ও সারাদেশে শুরু হয়েছে এ ক্যাম্প যা চলবে ২১ ডিসেম্বর প্রর্যন্ত।

বাংলাদেশ স্কাউটস, বাগেরহাট জেলা রোভার এর ব্যাবস্থাপনায় বাগেরহাট জেলার ১৪টি কলেজের ১২০ জন রোভার ও গার্ল-ইন-রোভারDSC_0825 নিয়ে যদুনাথ স্কুল এন্ড কলেজ, বাগেরহাটে শুরু হয়েছে ৩য় বাগেরহাট জেলা রোভার মুট ও জাতীয় বিদ্যুৎ ক্যাম্প ২০১২।ক্যাম্পে স্কাউটিং দক্ষতা বৃদ্ধির পাশা পাশি বিদ্যুৎ সাশ্রয়, বিকল্প শক্তি উৎপাদন এবং ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। আগামীকাল ২১ ডিসেম্বর মহাতাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হবে ৪ দিনব্যাপী এ ক্যাম্প।

About Inzamamul Haque