স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
‘বাঘ আমাদের জাতীয় প্রাণী, সবাই মিলে রক্ষা করি’- স্লোগানকে সামনে রেখে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা ও মংলায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি শুরু হয়।
মংলা ও শরণখোলা উপজেলা শহর প্রদক্ষিণ করে র্যালি দুটি উপজেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে সুন্দরবন ও বন্য প্রাণী রক্ষার বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন সহকারে বনরক্ষী, স্থানীয় জনপ্রতিনিধি ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ অতুল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) জহির উদ্দিন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম সরকার, সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও সাইদুল ইসলাম ও শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. কামাল উদ্দিন আহমেদ।
অপরদিকে মংলা উপজেলা পরিষদ থেকে বের হওয়া বিশ্ব বাঘ দিবসের র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আলী প্রিন্স, চাদঁপাই স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন, ঢাংমারী স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, টাইগার টিমের চাঁদপাইসহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রাসেল, টাইগার প্রজেক্টের সভাপতি মো. আলমগীর হোসেন প্রমুখ।